রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সংঘাত, গ্রেপ্তার ৪ শতাধিক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:০২ এএম

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সংঘাত, গ্রেপ্তার ৪ শতাধিক

ছবি - সংগৃহীত

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্ট স্কয়ারে এই ঘটনায় ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। ফিলিস্তিনের সমর্থনে এই বিক্ষোভের আয়োজন করে 'ডিফেন্ড আওয়ার জুরিস' নামের একটি সংগঠন। আলজাজিরা সূত্রে এই খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দেড় হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ করছে এবং মাটিতে ফেলে দিচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ নির্বিচারে অনেককে গ্রেপ্তার করেছে, যাদের হাতে 'আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে' লেখা প্ল্যাকার্ড ছিল।

ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তাদের দিকে পানি ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে লাঠিপেটার আঘাতে এক বিক্ষোভকারীর মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ভিড়ের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় কর্মকর্তারা ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছেন এবং তাদের গালিগালাজ করা হয়েছে। এই বিক্ষোভ থেকে উদ্ভূত সহিংসতা বর্তমানে লন্ডনে আন্তর্জাতিক সংবাদের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।