শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

লাশ পোড়ানো বর্বরতা এ ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম, বললেন তাহেরী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:২৭ পিএম

লাশ পোড়ানো বর্বরতা এ ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম, বললেন তাহেরী

ছবি - সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’র মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মুফতী গিয়াস উদ্দিন তাহেরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এ ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ এবং বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করতে দেখা গেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় কথিত ‘তৌহিদী জনতা’। এই ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে রাসেল মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারও নিন্দা জানিয়ে সতর্ক করেছে যে এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না।

ভাইরাল হওয়া ভিডিওতে তাহেরী বলেন, “যদি তার জীবনে অন্যায়, শিরক বা ভণ্ডামি করে থাকে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা উচিত ছিল। কিন্তু সেই নুরাল পাগলা যখন মারা গেল, তখন তার লাশকে কবর থেকে তুলে, লাঠি দিয়ে আঘাত করে এবং ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে পুড়িয়ে দেওয়া হলো।”

তিনি আরও বলেন, “আপনারা কেউ কি কখনো দেখেছেন, কবর থেকে কোনো মুসলমানের লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে? ৫০-৬০ বছর ধরে যারা আছেন, স্বাধীনতার আগের পরের মানুষ আছেন, এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? আমরা কি দেখছি?” তাহেরী এ ধরনের বর্বরতাকে বাংলাদেশের ইতিহাসে প্রথম বলে উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেন।