সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৫, ০৯:২৪ পিএম

গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৫ বছর পর নওগাঁ শহরের বালুডাঙ্গা এলাকায় নওগাঁ কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, “স্বৈরাচারের পতনের পর একটি অধ্যায় শেষ হয়েছে। এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে দ্বিতীয় পর্ব।”

তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচন যাতে না হয় সেজন্য নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য তিনি দুটি বিষয়ে মনোযোগ দিতে বলেন: ১. এখন বিএনপির সুসময় চলছে, এই সময়ে অনেক সুযোগসন্ধানী কাছে ভিড়বে, তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। ২. দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারেক রহমান আরও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তিনি বলেন, “দেশে বহু বেকার রয়েছে যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ অনেক খাত বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিএনপি পরিকল্পনা করছে।” তিনি আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়ন যাতে না হয় সেজন্যই ষড়যন্ত্র চলছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে, কেবল বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এ দেশকে আবার গড়ে তোলা। জনগণের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খানসহ আরও অনেকে।