জুলাই ২৫, ২০২৫, ১২:৫৪ পিএম
বর্ষাকালে বাংলাদেশে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস একটি সাধারণ বিষয়। আবহাওয়া অধিদপ্তর নিয়মিতভাবে অভ্যন্তরীণ নদীবন্দর এবং উপকূলীয় এলাকার জন্য সতর্কবার্তা জারি করে থাকে। বর্তমানে আবহাওয়ার পরিবর্তনশীলতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ঝড়ের আশঙ্কা বাড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ (শুক্রবার, ২৫ জুলাই) দেশের বেশ কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আজ (শুক্রবার) সন্ধ্যার মধ্যে দেশের ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শুক্রবার (২৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সম্ভাব্য ঝোড়ো হাওয়ার কারণে নদীবন্দরগুলোতে নৌ-চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন: