রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ঝড়ে চলন্ত ইজিবাইকের উপর গাছ পড়ে প্রাণ গেল নারীর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ০১:১৯ পিএম

ঝড়ে চলন্ত ইজিবাইকের উপর গাছ পড়ে প্রাণ গেল নারীর

ছবি- সংগৃহীত

দিনাজপুরে আকস্মিক ঝড়ে চলন্ত ইজিবাইকের উপর গাছ ভেঙে পড়ে গীতা রানী (৪৫) নামে এক ইজিবাইক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ২৭ মাস বয়সী এক শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার পুলহাট-কমলপুর সড়কের আঙ্গড়ার পুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত গীতা রানী দিনাজপুর সদর উপজেলার কমলপুর গ্রামের রামলালের স্ত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে গীতা রানীসহ বেশ কয়েকজন দিনাজপুর শহর থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। তারা দিনাজপুর সদর উপজেলার পুলহাট-কমলপুর সড়কের আঙ্গড়ারপুল নামক স্থানে পৌঁছলে হঠাৎ ঝড় ওঠে। সন্ধ্যার কিছুক্ষণ আগে ঝড়ে রাস্তার পাশের একটি গাছ ভেঙে ইজিবাইকটির উপর পড়ে। এতে অন্তত ৪ জন আহত হন।

আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গীতা রানীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মাহবুবা নামে ২৭ মাস বয়সী এক শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।