রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

কবিরাজ হাট সড়কের বেহাল দশা ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ০১:২৬ পিএম

কবিরাজ হাট সড়কের বেহাল দশা ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

কবিরাজ হাট পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের বেহাল দশা এবং বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতার সমস্যা সমাধানের দাবিতে আজ রবিবার (২৭ জুলাই) সকালে স্থানীয় জনতা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অবিলম্বে সড়কটি সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কার না হওয়ায় এটি যানচলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে, যা বৃষ্টির পানিতে ডুবে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কারণ হচ্ছে। বিশেষ করে, সামান্য বৃষ্টিতেই সড়কটিতে হাঁটু সমান পানি জমে যায়, যার ফলে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় এক বাসিন্দা বলেন, "এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী এবং স্থানীয় ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষার সময় তো অবস্থা আরও খারাপ হয়, তখন এই সড়ক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়।"

আরেকজন প্রতিবাদকারী জানান, "ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়েই আমরা আজ রাস্তায় নেমেছি, যাতে দ্রুত এর একটি সমাধান হয়।"

তারা আরও দাবি জানান, সড়কের উঁচু করে নির্মাণ, প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই জনদুর্ভোগ স্থায়ীভাবে নিরসন করা হোক।