শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি বন্ধের ষড়যন্ত্র

মোঃ মোমিনুল ইসলাম

জুলাই ২৪, ২০২৫, ১২:৪৩ পিএম

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বন্ধের ষড়যন্ত্র রুখতে ৭ দফা দাবিতে খনি শ্রমিক কর্মচারীদের মানববন্ধন ও সমাবেশ, অযৌক্তিকভাবে কয়লার মূল্য কমিয়ে বড়পুকুরিয়া কয়লাখনিকে ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করছে খনির শ্রমিক ও কর্মচারীরা। 

আজ  বৃহস্পতিবার  সকাল ১১:০০ টায় কয়লা খনি এলাকায় শ্রমিক কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দাবি করেন অযৌক্তিকভাবে কয়লার দাম কমিয়ে দিয়ে খনি বন্ধের চক্রান্ত করা হচ্ছে।

 পিডিবির কাছে প্রতিটন কয়লা ১৭৬ ডলারের পরিবর্তে বর্তমানে  ১০৪ ডলারে বিক্রি বন্ধ করতে হবে ।  বড়পুকুরিয়া কয়লা খনি বোর্ড এ বিদ্যুৎতের লোক দিয়ে চালানো যাবে না।

৭ দফা দাবি মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন
আন্দোলনকারী ।

আন্দোলনকারীদের দাবি কয়লা খনি বন্ধ হয়ে গেলে আড়াইহাজার শ্রমিক কর্মচারী চাকুরী হারাবে । হুমকির মুখে পড়বে এই এলাকার লক্ষাধিক মানুষ।