শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

দিনাজপুরে ১২৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৫, ১০:৩৫ এএম

দিনাজপুরে ১২৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহার

ছবি- সংগৃহীত

দিনাজপুরে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি এবং জামায়াতে ইসলামীর ৫ হাজারের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত ১২৮টি গায়েবি ও মিথ্যা মামলা সরকারি নির্দেশে আদালত থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "চলতি বছরের ২০ মে সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগ, আইন-০১ শাখা থেকে দিনাজপুর জেলার ১৩টি থানায় বিগত সময়ে দায়েরকৃত ১২৮টি এসব মিথ্যা মামলা প্রত্যাহার সংক্রান্ত নির্দেশপত্র জারি করা হয়।"

পিপি মোস্তাক জানান, "এসব মামলায় বিএনপি এবং জামায়াতে ইসলামীর ৫ হাজারের অধিক নেতাকর্মী আসামি হিসেবে তালিকাভুক্ত রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার শাসন আমলে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাভাবে পুলিশ কর্মকর্তারা বাদী হয়ে গুরুতর অপরাধ আইনে মামলাগুলো দায়ের করেন। এসব মিথ্যা মামলায় কয়েক বছর ধরে তাদের হয়রানি করা হচ্ছিল।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এই মিথ্যা ও গায়েবি মামলাগুলো প্রত্যাহারের জন্য উদ্যোগ গ্রহণ করে। সরকারি নির্দেশে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এসব ৫১৩টি মিথ্যা মামলার তথ্য সংগ্রহ করা হয় এবং চলতি বছরের প্রথম দিকে এই জেলার ৫১৩টি মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগে পাঠানো হয়।

তিনি বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগ থেকে, প্রথম পর্যায়ে এই জেলার ১২৮টি কথিত রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের নির্দেশপত্র পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, এ জেলার সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন তালিকাভুক্ত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে পাবলিক প্রসিকিউটর দপ্তর থেকে আবেদন করে সরকারি সিদ্ধান্তের কপি সংযুক্ত করা হয়েছে।"

তিনি আরও বলেন, "প্রেরিত নির্দেশপত্র অনুযায়ী মামলাগুলোর প্রত্যাহারের কার্যক্রম প্রায় শেষ করা হয়েছে। মামলাগুলো আদালত থেকে প্রত্যাহার হওয়ায় এ জেলার ৫ হাজারের অধিক বিএনপি এবং জামায়াতের নেতাকর্মী মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।"

প্রত্যাহারকৃত মামলার সংখ্যা (উপজেলাভিত্তিক):

  • দিনাজপুর সদর: ৪৫টি

  • বীরগঞ্জ: ১০টি

  • চিরিরবন্দর: ২৭টি টি

  • কাহারোল: ১০টি

  • পার্বতীপুর: ৩টি

  • খানসামা: ১৪টি

  • বিরল: ২টি

  • বোচাগঞ্জ: ২টি

  • নবাবগঞ্জ: ৩টি

  • হাকিমপুর: ৩টি

  • ঘোড়াঘাট: ২টি

  • ফুলবাড়ী: ২টি

  • বিরামপুর: ৫টি

পিপি মোস্তাক জানান, দিনাজপুর পাবলিক প্রসিকিউটর দপ্তর থেকে মোট ৫১৩টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১২৮টি মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হলো। অবশিষ্ট ৩৮৫টি মামলা পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।