শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

দিনাজপুরে জেলা প্রশাসকের নম্বর ক্লোন

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৫, ০৩:১৫ পিএম

দিনাজপুরে জেলা প্রশাসকের নম্বর ক্লোন

দিনাজপুরে জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে হ্যাকাররা বিভিন্ন স্থানে ফোন করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে সাধারণ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “জেলা প্রশাসকের নম্বরটিতে ছবি সংযুক্ত থাকায়, ক্লোনকৃত নম্বর থেকে ফোন করলেও সেই ছবি ভেসে উঠতে পারে। তাই এ ধরনের ফোন কলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।”

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, “কোনো সন্দেহজনক নম্বর থেকে জেলা প্রশাসকের পরিচয়ে ফোন এলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সবাইকে সতর্ক থাকতে এবং অন্যদেরও সতর্ক করতে অনুরোধ করা হচ্ছে।”

বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকারদের এ ধরনের কর্মকাণ্ড সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি। সরকারি কর্মকর্তাদের নম্বর ক্লোন করে প্রতারণার ঘটনা প্রতিরোধে প্রযুক্তিগত নজরদারি ও জনসচেতনতা বাড়ানো জরুরি।