বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

এই মুহূর্তে দগ্ধদের বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৩, ২০২৫, ০৪:৩০ পিএম

এই মুহূর্তে দগ্ধদের বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক

ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় সম্প্রতি বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন। বর্তমানে ৪৪ জন দগ্ধ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের চিকিৎসা দেশেই চলছে। এই তথ্য বুধবার (২৩ জুলাই, ২০২৫) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিশ্চিত করা হয়।


অধ্যাপক মো. নাসির উদ্দিন জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মোট ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা সঙ্কটাপন্ন, ১৩ জনের অবস্থা গুরুতর, এবং বাকি ২৩ জন মধ্যবর্তী পর্যায়ে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, "এই মুহূর্তে দগ্ধদের বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। দেশের চিকিৎসকদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।"

গত ২১ জুলাই, সোমবার, দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে, যাদের মধ্যে অনেক শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আহতদের চিকিৎসায় দেশীয় চিকিৎসকদের পাশাপাশি সিঙ্গাপুর ও ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে কাজ শুরু করেছে। সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) রাতে ঢাকায় পৌঁছেছে এবং বুধবার দুপুরে তারা বার্ন ইনস্টিটিউটে একটি বৈঠকে অংশ নেন। একই দিনে ভারতের চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স দলও সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে, যারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজে যোগ দেবেন।

এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখছে বলে মনে করা হচ্ছে। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানানো হয়েছে।