জুলাই ২৩, ২০২৫, ০৬:০৬ পিএম
কক্সবাজার, ২৩ জুলাই ২০২৫: বঙ্গোপসাগরে টানা চার দিন ধরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা 'হাবিবা' নামক একটি মাছ ধরার ট্রলার থেকে ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে নিয়মিত টহল চলাকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ তাদের উদ্ধার করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, ভোলার মনপুরা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সাগরে গমন করেছিল ট্রলারটি। সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গত চার দিন ধরে তারা গভীর সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। এই দীর্ঘ সময়ে তাদের কাছে থাকা খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে গিয়েছিল, ফলে জেলেরা চরম অসহায় অবস্থায় পড়েন।
মঙ্গলবার দুপুরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ টহলরত অবস্থায় ভাসমান ট্রলারটি দেখতে পায়। এ সময় ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে দ্রুত বিপদ সংকেত প্রদর্শন করেন। নৌবাহিনীর সদস্যরা দ্রুত ট্রলারটির কাছে ছুটে যান এবং মাঝিদের কাছ থেকে তাদের দুরবস্থার কথা জানতে পারেন। তাৎক্ষণিকভাবে নৌ সদস্যরা বিপদগ্রস্ত জেলেদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন এবং তাদের জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত জেলেসহ 'হাবিবা' ট্রলারটিকে নিরাপদে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেন। বর্তমানে উদ্ধার হওয়া ১৮ জন জেলেই সুস্থ রয়েছেন। জীবন বাঁচানোর জন্য জেলেরা নৌবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ঘটনা আবারও দেশের সমুদ্রসীমার নিরাপত্তা এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ নৌবাহিনীর দৃঢ় অঙ্গীকার ও সক্ষমতার প্রমাণ বহন করে।
আপনার মতামত লিখুন: