সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

আজ রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: যে সময় দেখা যাবে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:৩৬ এএম

আজ রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: যে সময় দেখা যাবে

ছবি - সংগৃহীত

এ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ রাতে ঘটতে যাচ্ছে। এই মহাজাগতিক ঘটনাটিকে 'সুপার ব্লাড মুন' নামেও ডাকা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চন্দ্রগ্রহণটি আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ।

বাংলাদেশ সময় অনুযায়ী, চন্দ্রগ্রহণ শুরু হবে আজ রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড থেকে এবং এটি চলবে রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ড পর্যন্ত। রাত ১২টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে।

এবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ বলা হয়েছে। এই সময়ে চাঁদ সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ বড় এবং ১৫ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। পৃথিবী, সূর্য ও চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, তখনই চন্দ্রগ্রহণ হয়।