সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার, ডিএমপি কমিশনারের ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:৫৪ পিএম

ডাকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার, ডিএমপি কমিশনারের ঘোষণা

ছবি - সংগৃহীত

আগামীকাল অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার বিকেলে টিএসসিতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, আজ রাত ৮টা থেকে আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে লাইসেন্সধারী কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। বর্তমানে ১,৭৭১ জন পুলিশ নিরাপত্তায় কাজ করছেন, যা আগামীকাল বেড়ে ২,০৯৬ জনে দাঁড়াবে। এর বাইরে র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও দায়িত্বে থাকবে।

তিনি বলেন, কোনো কারণে আইন হাতে তুলে নেওয়া যাবে না। কোনো অবাঞ্ছিত লোককে দেখলে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ৮টি চেকপোস্ট, মোবাইল পেট্রোল, বিশেষায়িত টিম, সোয়াত টিম ও সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া, পুরো পরিস্থিতি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

ডিএমপি কমিশনার আরও জানান, যারা সাইবার অ্যাটাক করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে।