বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপ: হংকংয়ের ১৪৩ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:২৭ পিএম

এশিয়া কাপ: হংকংয়ের ১৪৩ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ছবি - সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ১৪৪ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে দারুণ শুরু পায় লিটন দাসের দল। দলীয় ৭ রানে প্রতিপক্ষের ওপেনার অংশুমান রাঠকে আউট করে প্রথম উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। ফিল্ড আম্পায়ার লিটনের ক্যাচের আবেদনে সাড়া না দিলে তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউ নেয় বাংলাদেশ এবং তাতে সফল হয়।

দ্বিতীয় উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। পঞ্চম ওভারের তৃতীয় বলে বাবর হায়াত ছক্কা মারার পর ফিরতি বলে ইয়র্কারে হংকংয়ের ব্যাটারের স্টাম্প ছত্রখান করে দেন এই বাংলাদেশি পেসার। তখন হংকংয়ের দলীয় স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৩০ রান। সেখান থেকে তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে হংকংয়ে দেড় শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন জিশান আলি ও নিজাকাত খান।

ব্যক্তিগত ৩০ রানে জিশানকে আউট করে এই জুটি ভাঙেন তানজিম সাকিব। প্রথম ১০ ওভারে ৬৪ রান করা হংকং রানের চাকা বাড়াতে থাকে। তার ফলও তারা পেয়েছে। শেষ ১০ ওভারে ৭৯ রান তুলে। এই রান তুলতে অবদান রেখেছেন নিজাকাত ও ইয়াসিম মুর্তাজা। ভুল বোঝাবুঝিতে মুর্তাজা রানআউট হওয়ার আগে চতুর্থ উইকেটে নিজাকাতের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন। সাজানো ২৮ রানের ইনিংসটি থেমে যায় হংকং অধিনায়কের।

৪০ বলে দলের সর্বোচ্চ ৪২ রান করা নিজাকাতের ইনিংসে কাঁটা হয়ে দাঁড়ান রিশাদ হোসেন। ১৯তম ওভারের পঞ্চম বলে তাকে উইকেট করেন এই বাংলাদেশি লেগস্পিনার। পরের বলে কিঞ্চিৎ শাহকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও বাঁচিয়ে রাখেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৪৩ রানে থেমেছে হংকং। বাংলাদেশের পক্ষে তাসকিন, তানজিম সাকিব এবং রিশাদ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।