সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৫:০৭ পিএম
আগামী রোববার, ২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ সংঘটিত হবে। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সূর্যগ্রহণটির ব্যাপ্তিকাল হবে ৪ ঘণ্টা ২৪ মিনিট। বাংলাদেশ সময় অনুযায়ী, এটি রোববার ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিটে শুরু হবে এবং সোমবার ২২ সেপ্টেম্বর দুপুর ১টা ৪১ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। একই দিন বিকাল ৩টা ৫৩ মিনিটে গ্রহণ শেষ হবে।
এই সূর্যগ্রহণটি নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে দৃশ্যমান হবে।
সূর্যগ্রহণের সময়সূচী (স্থানীয় সময়):
-
যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ: দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে বিকাল ৫টা ৫৩ মিনিটে।
-
অ্যান্টার্কটিকার যুমন্ট ডি’উরভিল: সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ১৩ মিনিটে।
-
অ্যান্টার্কটিকার আলেকজেন্ডার দ্বীপ: গ্রহণ শেষ হবে স্থানীয় সময় বিকাল ৫টা ৪৮ মিনিটে।