আগস্ট ৫, ২০২৫, ১২:৩১ পিএম
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি সাইকেল র্যালি করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৫টার দিকে এই র্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে গণভবন অভিমুখে যায় এবং পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। এতে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ঢাবি শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের তাৎপর্য স্মরণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই র্যালিটি আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও স্লোগান দেন।
শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম এই র্যালি সম্পর্কে বলেন, "আজকের দিনটি আমাদের আজাদের দিন, মুক্তির দিন।" তিনি বলেন, গত বছর গণঅভ্যুত্থান চলাকালে যেভাবে বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল, আজও তারা সেই চেতনা ফিরিয়ে আনতে চান। তিনি বিশ্বাস করেন, খুব শিগগিরই ফিলিস্তিনেও আজাদির পতাকা উড়বে। এই র্যালির মধ্য দিয়ে ঢাবি শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।