মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ছাত্রদলের সমাবেশে অংশ নিতে শাহবাগে জমায়েত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৫, ০২:৪৬ পিএম

ছাত্রদলের সমাবেশে অংশ নিতে শাহবাগে জমায়েত

ছবি- সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগে 'ছাত্র সমাবেশ' অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জমায়েত হচ্ছেন।

বিবিসি বাংলার সংবাদদাতা তারেকুজ্জামান শিমুল জানিয়েছেন, বেলা ১২টা থেকেই ছাত্রদলের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। এ সময় তারা দলীয় প্রতীক সম্বলিত পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন।

সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও সমাবেশে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও উপস্থিত থাকবেন।

এদিকে সমাবেশের কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর ফলে এই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে, যা নগরবাসীদের ভোগান্তিতে ফেলছে।