শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না’: ফয়জুল করীম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:৫৪ পিএম

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না’: ফয়জুল করীম

ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করতে হবে। তিনি বলেন, এই পদ্ধতি ছাড়া পূর্বের মতো ‘জগাখিচুড়ি’ নির্বাচন হলে আবারও দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব কায়েম হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।মুফতি ফয়জুল করীম বলেন, “একটি দল বর্তমানে এ দেশকে দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজির স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে। ওই দল বলছে নির্বাচন হলে ৯৫ শতাংশ ভোট তারাই পাবে, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচনে আসতে এত ভয় কেন?”

তিনি আরও বলেন, “পূর্বের মতো নির্বাচন হলে যেই লাউ সেই কদু। তবে ৯৫ শতাংশ মুসলমানের দেশে এবার ইসলামী সরকার দেখতে চাই।” তিনি বিশ্বাস করেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে দেশে ধনী-গরিবের ব্যবধান থাকবে না এবং কেউ না খেয়ে বা বিনা চিকিৎসায় কষ্ট করবে না।

ফয়জুল করীম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের আগে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।