আগস্ট ৮, ২০২৫, ১১:০১ পিএম
জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অভ্যুত্থানের পর রাজনীতিতে পুরনো ধারার বিতর্ক ও বিভাজন থেকে বেরিয়ে এসে নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অনেকে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই বিষয়টিকেই গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তার মতে, চব্বিশের বাস্তবতা একাত্তরের পুরোনো রাজনৈতিক বাইনারিকে অতিক্রম করেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা আবারও একাত্তরের পুরোনো রাজনীতিতে ফিরে যেতে চান, তারা মূলত চব্বিশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছেন। শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘৭১ এবং ২৪’ শিরোনামে দেওয়া একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা এবং নতুন একটি প্রজন্মের আবির্ভাব ঘটেছে। তিনি বলেন, "আমরা একাত্তরকে অতিক্রম করেছি এবং চব্বিশে পৌঁছেছি।" তার মতে, একাত্তরের আকাঙ্ক্ষা সাম্য, মর্যাদা ও ন্যায়বিচারই চব্বিশের গণ-অভ্যুত্থানে পুনরায় ঘোষিত হয়েছে। তিনি আরও বলেন, যেখানে মুজিববাদ একাত্তরকে একটি ভারতীয় বয়ানের মধ্যে আটকে রেখেছিল, সেখানে চব্বিশ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে পুনরুদ্ধার করেছে।
নাহিদ ইসলাম বলেন, যারা এখনো 'একাত্তরের পক্ষে না বিপক্ষে' এই পুরোনো রাজনীতি ফিরিয়ে আনতে চান, তারা দেশকে একটি অচল রাজনৈতিক কাঠামোতে ফিরিয়ে নিয়ে যেতে চান। তিনি বলেন, এই প্রজন্ম এই ধরনের বাইনারি রাজনীতির ওপর ভিত্তি করে তৈরি কোনো কিছু গ্রহণ করতে আগ্রহী নয়। তার মতে, এখন রাজনীতি হতে হবে চব্বিশের মূল্যবোধের ভিত্তিতে।
নাহিদ ইসলাম আরও বলেন, "চব্বিশ কখনোই প্রতিশোধের জন্য ছিল না।" যারা চব্বিশকে প্রতিশোধের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান, তারা এর অন্তর্নিহিত মর্মকে ভুল বুঝেছেন। চব্বিশ হলো জাতীয় ঐক্য ও পুনর্মিলনের একটি ক্ষেত্র।