মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তির পরিচয় দিলেন রাশেদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ০৪:৩২ পিএম

মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তির পরিচয় দিলেন রাশেদ খান

ছবি - সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতের এ ঘটনায় দলের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

হামলার সময় মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে বেশ মারমুখী আচরণ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই তিনি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নির্দয়ভাবে আঘাত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের ভিডিও ভাইরাল হলে প্রশ্ন ওঠে, মেরুন রঙের টি-শার্ট পরিহিত এই ব্যক্তি কে?

আজ শনিবার (৩০ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, হামলাকারী ওই ব্যক্তি হলেন পুলিশের কনস্টেবল মিজানুর রহমান, যার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩।

রাশেদ খান তার পোস্টে লেখেন, 'মেরুন পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। তবে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, সে নূরকে পেটায়নি। ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে।'