মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

নির্বাচনের আগে নিশ্চিত করুন আম্পায়ার নিরপেক্ষ: হাসনাত আবদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৯:৪৩ এএম

নির্বাচনের আগে নিশ্চিত করুন আম্পায়ার নিরপেক্ষ: হাসনাত আবদুল্লাহ

ছবি- সংগৃহীত

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বারে এনসিপির ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, “১৬ বছর ধরে রাতে ভোট, দিনের ভোট, এমনকি কবর থেকেও ভোট দেওয়ার নজির দেখা গেছে। রেফারিরা পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে গোল দিয়েছে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রের এত বড় একটি কাজ আমি লিখিত ছাড়া কীভাবে বিশ্বাস করি। এজন্য আলোচনা চলছে। এগুলো লিখিত নিয়মে লাগবে। নিয়মটা বিএনপি-জামায়াত এবং এনসিপির পক্ষে হওয়ার দরকার নেই। এটা বাংলাদেশের পক্ষে হোক।”

নির্বাচনে প্রার্থীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করলে তা দুর্নীতির টাকা বলে গণ্য হবে মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, “জনগণ যদি এক হাজার টাকা নেয়, এর বিনিময়ে কোটি টাকার উন্নয়ন কাজ নষ্ট হয়। টাকার বিনিময়ে ভোট কিনে এমপি হয়ে সেই প্রার্থীরা পরে ঘুস, টেন্ডার ও চাঁদাবাজির মাধ্যমে বহুগুণ টাকা তুলে নেন।”

তিনি বলেন, “জনগণ সৎ হলে নেতাও সৎ হবে, জনগণ দুর্নীতিগ্রস্ত হলে নেতাও দুর্নীতিগ্রস্ত হবে। কারণ নেতা সব সময় জনগণের প্রতিফলন হয়।” নতুন প্রজন্মের প্রশংসা করে তিনি বলেন, এই প্রজন্ম দুর্নীতি করে না, ঘুস খায় না এবং অন্যায়কে অন্যায় বলে।