মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সন্ধ্যায় বিএনপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা ইউনূস: বৈঠকে সময়সূচি পরিবর্তন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০১:৫৩ পিএম

সন্ধ্যায় বিএনপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা ইউনূস: বৈঠকে সময়সূচি পরিবর্তন

ছবি - সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির পূর্বনির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিতব্য এই বৈঠক এখন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ।

মূলত, বিএনপির দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা থাকায় সময় পরিবর্তনের অনুরোধ করা হয়। পূর্বে বিকাল ৩টায় নির্ধারিত বৈঠকটি এখন রাত ৭:৩০ টায় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা রোববার আরও দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বিকাল ৪:৩০ টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬:৩০ টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন তিনি। সবগুলো বৈঠকই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব বৈঠকের কথা জানান। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে উপদেষ্টাগণ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত থাকবেন।

এর আগেও প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকগুলো দেশের রাজনৈতিক সংকট সমাধানে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।