আগস্ট ৩১, ২০২৫, ০৫:১০ পিএম
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার বিকেল ৪টা ১২ মিনিটের দিকে জামায়াতের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় প্রবেশ করে। এই বৈঠককে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নিয়েছে। দলের অন্য সদস্যরা হলেন: সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জামায়াতের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএনপির সঙ্গেও প্রধান উপদেষ্টা একই বিষয়ে আলোচনা করবেন।