মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৭:৪৮ পিএম

আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। রোববার (৩১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, "জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে।"

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা নিয়েও কথা বলেছেন। ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, "নুরের ওপর হামলা ন্যক্কারজনক। এর পেছনে ষড়যন্ত্র গভীরে। এর সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।"

ডা. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।