আগস্ট ১, ২০২৫, ০৪:৩০ পিএম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদি কায়েম দাবি করেছেন, গত বছরের এই দিনে (১ আগস্ট) ফ্যাসিবাদী হাসিনা সরকার 'জুলাই বিপ্লবে' দেশবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলন মোকাবিলায় চরমভাবে ব্যর্থ হয়ে সকল দায় ইসলামী ছাত্রশিবিরের ওপর চাপিয়ে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।
আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, "মূলত এই নিষিদ্ধ করাই ছিল ইসলামী ছাত্রশিবিরের উপর ক্রাকডাউন চালানো এবং ছাত্রশিবিরকে নিশ্চিহ্ন করে ফেলার মিশনের বৈধতা।"
সাদি কায়েম বলেন, "তারা ভেবেছিলো ছাত্রশিবিরের টুটি চেপে ধরলেই জুলাই বিপ্লবের গতি থেমে যাবে, আবারো টিকে যাবে জুলুমশাহীর গদি। কিন্তু বিপ্লবী নেতৃবৃন্দের দূরদর্শী সিদ্ধান্তে সেদিন কোনো পাতা ফাঁদে পা দেয়নি ইসলামী ছাত্রশিবির।"
তিনি আরও জানান, আন্দোলনের সার্বজনীনতা ধরে রাখতে ছাত্রশিবির কৌশল, পরিকল্পনা ও আরও দুর্বার আন্দোলন গড়ে তুলে জনতার কাতারে থেকেই। যার ধারাবাহিকতায় দল, মত, শ্রেণী, লিঙ্গ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ে ফতহে গণভবন নিশ্চিত হয়।
সাদিক কায়েম বলেন, "বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদাই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ভূমিকা রেখেছে। আধিপত্যবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধভাবেই লড়াই করে আসছে জন্মলগ্ন থেকে।"
তিনি জোর দিয়ে বলেন, "ছাত্রশিবিরকে মুছে দিতে যতই অপচেষ্টা করা হোক না কেন, শিবিরের অস্তিত্ব এই দেশের মাটি-মানুষের সাথে সর্বদাই মিশে থাকবে।"