সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৫:৪৫ পিএম

হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুর

ছবি - সংগৃহীত

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ১৮ দিন চিকিৎসার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় একটি মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হয়েছিল এবং জরুরি ভিত্তিতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা শুরু করা হয়। পরে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তার চিকিৎসার জন্য ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল।