মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সম্মান ও সম্পদ বাড়ে যেসব আমলে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ১০:৫৫ এএম

সম্মান ও সম্পদ বাড়ে যেসব আমলে

ছবি-দিনাজপুর টিভি

মানুষের জীবনের অন্যতম প্রধান চাওয়া হলো সম্মান ও প্রাচুর্য লাভ করা। ইসলাম ধর্মমতে, এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তাআলা কিছু আমলের কথা বলেছেন, যা মানুষের জীবনে রিজিক বৃদ্ধি এবং সম্মান নিয়ে আসে। পবিত্র কুরআন ও হাদিসে এমন কিছু আমলের কথা উল্লেখ রয়েছে।

এখানে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো, যা মানুষের সম্মান ও সম্পদ বৃদ্ধিতে সহায়ক হতে পারে:

১. তাওবা ও ইস্তেগফার: আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, “আর আমি তো বলেছি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন-সম্পদ ও সন্তানসন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন।” (সূরা নুহ, আয়াত ১০-১২) হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, যারা বেশি বেশি তাওবা-ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাদের সব সংকট ও অভাব দূর করে দেন।

২. আল্লাহর রাস্তায় দান: আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলে তিনি তার উত্তম প্রতিদান দেন। আল্লাহ বলেন, “বলুন, নিশ্চয়ই আমার রব তাঁর বান্দার মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিজিকদাতা।” (সূরা সাবা: আয়াত ৩৯)

৩. ওমরাহ পালন: ওমরাহ হজ পালনের মাধ্যমেও অভাব দূর হয়। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি ওমরাহ করে; ওমরাহ তার গুনাহ এবং অভাব দূর করে দেয়।” (তিরমিজি)

৪. কাজের শুরুতে বিসমিল্লাহ বলা: যেকোনো ভালো কাজ শুরু করার আগে ‘বিসমিল্লাহ’ বলার অভ্যাস করলে তাতে আল্লাহ বরকত দেন। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে কেউ যখন খাবার খায় আর যদি বিসমিল্লাহ বলে; তবে শয়তান ওই খাবারে অংশ নিতে পারে না। অনুরূপভাবে কেউ যদি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে তখনো শয়তান তার সঙ্গে বাসায় ঢুকতে পারে না। এভাবে বান্দা যখন সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, তখন শয়তান সব কাজ থেকে বঞ্চিত হয়। আর আল্লাহ তাআলা সব কাজেই বরকত দান করেন।”

৫. সকালবেলা কাজ শুরু করা: রাসূলুল্লাহ (সা.) সকালের সময়টিতে বরকতের জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন, “হে আল্লাহ! আপনি আমার উম্মতকে সকালবেলা বরকত দান করবেন।” তাই দিনের শুরুতে মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে সফলতা পাওয়া যায়।