আগস্ট ২৩, ২০২৫, ০১:৩৭ পিএম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে উদযাপিত হবে, তা আজ সন্ধ্যায় জানা যাবে। হিজরি ১৪৪৭ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার জন্য শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এই সভার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে কিনা, তা পর্যালোচনা করে ঈদে মিলাদুন্নবীর তারিখ চূড়ান্ত করা।
ইসলামিক ফাউন্ডেশন দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে, যদি বাংলাদেশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে তা নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে।
প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল তারিখে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা এই দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকেন।