মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ঘুষ দিয়ে চাকরি: ইসলামে কি জায়েজ, বেতন হালাল হবে কি না?

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:৫৯ এএম

ঘুষ দিয়ে চাকরি: ইসলামে কি জায়েজ, বেতন হালাল হবে কি না?

ছবি- সংগৃহীত

বর্তমান সময়ে একটি সাধারণ প্রশ্ন হলো— ঘুষ দিয়ে চাকরি নেওয়া কি জায়েজ? ইসলামে ঘুষ দেওয়া ও নেওয়া উভয়ই কঠোরভাবে নিষিদ্ধ। মহানবী (সা.) ইরশাদ করেছেন— “আল্লাহ তাআলা ঘুষ প্রদানকারী ও গ্রহণকারীকে অভিশাপ করেছেন।” তবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী বিধান রয়েছে, যা নির্ভর করে চাকরিপ্রার্থীর যোগ্যতার ওপর।

ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, যদি কোনো প্রার্থী পদের জন্য যোগ্য হন, কিন্তু ঘুষ ছাড়া চাকরি পাওয়ার কোনো উপায় না থাকে, তাহলে এ অবস্থায় চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়া দোষের নয়। এই ক্ষেত্রে ঘুষ প্রদানকারী গুনাহগার হবেন না, বরং ঘুষ গ্রহণকারীই গুনাহের ভাগী হবেন। যেহেতু চাকরিটি কর্ম ও যোগ্যতার বিনিময়ে অর্জিত হচ্ছে, তাই এই চাকরি থেকে প্রাপ্ত বেতন হালাল গণ্য হবে।

অন্যদিকে, যদি কোনো ব্যক্তি অযোগ্য হওয়া সত্ত্বেও ঘুষ দিয়ে চাকরি নেয়, তবে এটি সম্পূর্ণরূপে হারাম। এতে চাকরি নেওয়া কোনোভাবেই জায়েজ নয়। কারণ, এ ক্ষেত্রে ঘুষের মাধ্যমে সে নিজের যোগ্যতাহীনতার কারণে অন্যের হক নষ্ট করছে। এর ফলস্বরূপ, এই চাকরি থেকে প্রাপ্ত বেতনও সম্পূর্ণরূপে হারাম হবে। এটি এক ধরনের প্রতারণা এবং অন্যায়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।