সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:০৩ এএম
২২ মাস পর জাতীয় দলে ফেরার প্রায় দ্বারপ্রান্তে ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে তিনি ইনজুরিতে পড়েন। এরপরও নেইমার দাবি করেন, তার বাদ পড়ার কারণ 'সম্পূর্ণ টেকনিক্যাল' এবং শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি।
চিলির বিপক্ষে আসন্ন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি বলেন, "টেকনিক্যাল সিদ্ধান্ত অনেক কিছুর ওপর নির্ভর করে নেওয়া হয়। খেলোয়াড়রা কী করছে, আগে কী করেছে এবং এখন কোন সমস্যা মোকাবিলা করছে— সব বিবেচনায় আসে।"
তিনি আরও বলেন, "শারীরিক ফিট থাকার শর্তটি নির্বাচক কমিটি খুব গুরুত্ব দিয়ে দেখে। আমি আগেও বলেছি, নেইমারের মতো খেলোয়াড়কে নিয়ে টেকনিক্যাল পর্যায়ে আলোচনার সুযোগ নেই। আমরা প্রতিটি ম্যাচে প্রতিটি খেলোয়াড়ের শারীরিক অবস্থা মূল্যায়ন করি। এই দলে প্রতিযোগিতা অনেক বেশি। বিশ্বকাপে খেলার মতো এখানে ৭০ জন খেলোয়াড় আছে।"
জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ার পর গত ১ সেপ্টেম্বর ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। গোলশূন্য ড্র হওয়া ওই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলে তিনি বলেন, "আমার অ্যাডাক্টরে কিছুটা ফোলা ও অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, যার প্রমাণ হলো আজ আমি খেলেছি। (জাতীয় দলে) আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি।"