জুলাই ২৩, ২০২৫, ১১:৫৯ এএম
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাবের মোড়ে ট্রাকের চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পরে রাত পৌনে ২টা নাগাদ মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেন্টু ঢাকার চকবাজারের ইসলামবাগের ঈদগা মাঠ এলাকার আলাউদ্দিন খালাসীর ছেলে।
নিহতের বন্ধু আলামিন জানান, সেন্টু মঙ্গলবার রাতে মোটরসাইকেল চালিয়ে প্রেস ক্লাবের মোড় হয়ে নিজ বাসায় ফিরছিলেন। ইউ টার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তার বন্ধুরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, কিন্তু ততক্ষণে চিকিৎসকরা সেন্টুকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "মঙ্গলবার মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।"
আপনার মতামত লিখুন: