জুলাই ২৮, ২০২৫, ১২:০১ পিএম
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে নৌ পরিবহন অধিদপ্তরের লাইসেন্সবিহীন পর্যটক পরিবহনকারী ১২টি হাউজবোটকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার (২৭ জুলাই) দিনভর এই অভিযান পরিচালনা করেন নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সোসাইটি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) থান্দার কামরুজ্জামান।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জের তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রব্বানী। তিনি বলেন, "আমাদেরকে আগে লাইসেন্স করার জন্য বলা হলে অবশ্যই লাইসেন্স করতাম। এত টাকা দিয়ে হাউজবোট করতে পেরেছি তাহলে লাইসেন্স করতে আর কত টাকা লাগত? উপজেলা সদরের বাড়ির ঘাটে থাকা নৌকাগুলোকে ডেকে এনে জরিমানা করা হয়েছে। হঠাৎ করে আমাদের হয়রানি করা হয়েছে। এতে আগত পর্যটকদের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।"
নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সোসাইটি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) থান্দার কামরুজ্জামান জানান, টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনকারী হাউজবোটগুলোতে নৌ পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে দ্রুত লাইসেন্স করে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
আপনার মতামত লিখুন: