সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ট্রেন থেকে ফেলে দেওয়া যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হবিগঞ্জে।

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৫, ১০:৫৭ পিএম

ট্রেন থেকে ফেলে দেওয়া যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হবিগঞ্জে।

ছবি- সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেন থেকে ফেলে দেওয়া এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আহাদ আলী (২৫) নামের ওই যুবককে সোমবার (৪ আগস্ট) ভোরে দুর্বৃত্তরা ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 সোমবার সকালে আখাউড়া-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার চাঙ্গার বাজারের কাছে রেললাইনের পাশে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় আহাদ আলীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে আহাদ আলীর পরিচয় শনাক্ত হয়। তিনি সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার নুর আলীর ছেলে। আহত অবস্থায় তার জ্ঞান পুরোপুরি ফিরে না আসলেও তিনি দুর্বৃত্তদের ধাক্কা মেরে ফেলে দেওয়ার কথা বলেছেন।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আহাদ আলীকে তার পরিবারের সদস্যরা সিলেটে নিয়ে গেছেন।

ঘটনার বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর গোলাম মোস্তফা জানান, "মুমূর্ষু ও অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। শুনেছি তার বাবা এসে তাকে নিয়ে গেছেন।" তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।