আগস্ট ৯, ২০২৫, ০৯:৫২ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তারই ধারাবাহিকতায় ইসলামী দল খেলাফত মজলিস খুলনা বিভাগের ৩৬টি সংসদীয় আসনের মধ্যে ৩২টিতে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। শুক্রবার (৮ আগস্ট) খুলনায় এক প্রেস ব্রিফিংয়ে প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়। একইসঙ্গে দলটি নির্বাচনের আগে বেশ কিছু সংস্কারের দাবিও জানিয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য খেলাফত মজলিস খুলনা বিভাগের ৩২টি সংসদীয় আসনে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে খুলনার একটি হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। তবে দলটি জানিয়েছে, নির্বাচনের আগে ইসলামী ঐক্য ও দেশের বৃহত্তর স্বার্থে তারা জোটভুক্ত হয়েও অংশ নিতে পারে।
খুলনা বিভাগের বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন:
-
খুলনা-১: মাওলানা এমদাদুল হক
-
খুলনা-৪: মাওলানা সাখাওয়াত হোসাইন
-
বাগেরহাট-১: মাওলানা খায়রুল ইসলাম হেলালী
-
সাতক্ষীরা-৩: মুফতি কামাল উদ্দিন
-
কুষ্টিয়া-৩: অধ্যাপক সিরাজুল হক
-
যশোর-৩: মাওলানা হাফেজ আবদুল্লাহ
-
নড়াইল-২: মাওলানা আবদুল হান্নান সরদার
এছাড়া, বিভাগের বাকি চারটি আসন, সাতক্ষীরা ১, ২ ও ৪ এবং ঝিনাইদহ ৩ এর জন্য পরবর্তীতে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে দলের নায়েবে আমির অধ্যাপক মো. সিরাজুল হক নির্বাচনের আগে বেশ কিছু দাবি পেশ করেন। এর মধ্যে রয়েছে:
-
বিগত ১৭ বছরের সব ধরনের নির্যাতন, খুন-গুমের সুষ্ঠু বিচার।
-
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার।
-
প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষ রাখা।
-
অবৈধ টাকা ও অস্ত্র উদ্ধার এবং পেশিশক্তি নিয়ন্ত্রণ।
-
সব ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা।
তিনি বলেন, নির্বাচনের আগে এসব দাবি নিশ্চিত করা হলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।