রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

তুষারকে নিয়ে নীলার ‘মিথ্যাচারিতা’র অভিযো

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১১:৩০ পিএম

তুষারকে নিয়ে নীলার ‘মিথ্যাচারিতা’র অভিযো

ছবি- সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রায়শই ব্যক্তিগত বিতর্ক ও পারস্পরিক দোষারোপের ঘটনা ঘটে। সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেত্রী নীলা ইস্রাফিল তার ফেসবুক পোস্টে দাবি করেন যে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার ভর্তি ফর্মে অনুমতি ছাড়াই তার স্বামীর নামের জায়গায় এনসিপি নেতা সারোয়ার তুষারের নাম বসানো হয়েছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তুষার পাল্টা 'মিথ্যাচারিতার' অভিযোগ এনেছেন। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইস্রাফিল দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে নিয়ে 'মিথ্যাচারিতা' করছেন বলে অভিযোগ উঠেছে। নীলার ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে এই বিতর্ক দানা বেঁধেছে, যেখানে তিনি দাবি করেছেন যে, হাসপাতালে ভর্তি ফর্মে তার অনুমতি ছাড়াই স্বামীর নামের জায়গায় তুষারের নাম বসানো হয়েছে।

শনিবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নীলা একটি হাসপাতালের ভর্তি ফরমের ছবি যুক্ত করেন। তিনি অভিযোগ করেন, এটি একটি জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন। তবে ছবির বিশ্লেষণে দেখা যায়, ফর্মে 'পিতা/স্বামী' শব্দের পাশে কলম দিয়ে 'c/o' (কেয়ার অফ/প্রযত্নে) লেখা হয়েছে, কিন্তু নীলা সচেতনভাবে 'C' অক্ষরটি লাল বৃত্ত দিয়ে ঢেকে দিয়েছেন। সমালোচকদের মতে, এটি তুষারকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে।

নীলার এই অভিযোগের জবাবে তুষারও ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। তিনি দাবি করেন, নীলা মাথায় আঘাত পেয়ে তাদের অফিসে এসেছিলেন এবং পুলিশের উপস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বলেন, 'ভর্তি ফর্মে কী লেখা হচ্ছে তা তখন খেয়াল করি নাই। সেই সুযোগ ছিল না। এখন দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সার্কুলেট করা হচ্ছে।'

তুষার আরও বলেন, 'হাসপাতালে পেশেন্ট যখন আপনি ভর্তি করবেন তখন পিতা বা স্বামীর নাম না জানলে তখন C/O লিখে যে ভর্তি করেছে তার নাম লেখা হয়। এটা হাসপাতালে ভর্তি এক অতি সাধারণ রীতি। এসব প্রতারণা ও বাটপারি বন্ধ করতে হবে।'

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক ও ব্যক্তিগত বিতর্কের জন্ম দিয়েছে, যা উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে।