আগস্ট ২৩, ২০২৫, ০৬:২৫ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে চারতলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার একটি বাড়িতে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই বাড়ির একটি ফ্ল্যাটে মফিজ (৪০) নামের এক ব্যক্তি তার দলবল নিয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন সেখানে গিয়ে তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মফিজ ও তার সঙ্গীরা মামুনকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে চার তলার ছাদ থেকে নিচে ফেলে দেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম শনিবার দুপুরে জানান, তারা লোকমুখে ঘটনাটি জানতে পেরেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুপুর পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
মামুনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তারা সুস্থ হলে থানায় মামলা করবেন। অভিযুক্ত মফিজ ও তার সঙ্গীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।