মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

বাকৃবিতে সংঘর্ষ: হল ছাড়ছেন অনেকেই, বিক্ষোভে একাংশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:০৯ এএম

বাকৃবিতে সংঘর্ষ: হল ছাড়ছেন অনেকেই, বিক্ষোভে একাংশ

ছবি- সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের হামলার জেরে উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ছাত্রদের একাংশ।

গতকাল রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠলে সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সকাল ৯টার আগেই ছাত্রীদের হলগুলো প্রায় খালি হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী শিক্ষার্থী বলেন, “ক্যাম্পাসের এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হল ছেড়ে দিতে বলেছেন। বাড়ি থেকেও দুশ্চিন্তা করছে। সব মিলিয়ে হল ছাড়তে বাধ্য হচ্ছি।”

তবে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভে নেমেছেন একদল ছাত্র। তারা বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেটের সামনে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে থাকেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, "গতকাল বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, কিন্তু সেসময় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো আমাদেরকে হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আমরা এটি মানব না।" আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা হল না ছাড়ার ব্যাপারে অনড় রয়েছেন।