শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

আওয়ামী স্টাইলের নির্বাচন জনগণ হতে দেবে না

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৩:১৪ পিএম

আওয়ামী স্টাইলের নির্বাচন জনগণ হতে দেবে না

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের জনগণ আর কোনো 'আওয়ামী স্টাইলের' নির্বাচন হতে দেবে না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার এবং সংবিধানের মৌলিক সংস্কার না করেই একটি যেনতেন নির্বাচন দেওয়ার চেষ্টা করছে।

শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) বগুড়ার টিটু মিলনায়তনে শহর জামায়াতের এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চায়, তবে তা অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি মেনে সেই সনদের অধীনে হতে হবে।

তিনি অভিযোগ করেন, সাবেক আওয়ামী ফ্যাসিস্ট সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিচারক, আইনজীবী এবং সাক্ষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানান তিনি।

জামায়াতের এই নেতা বলেন, তার দল একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চায়। তিনি জুলাই অভ্যুত্থানে অর্জিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জামায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম এবং তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবুও কোনো শক্তি তাদের চলার গতি থামাতে পারেনি।

বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানীসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।