শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

আগামীতে যারাই সরকার গঠন করবে তারা জুলাই আত্মত্যাগকে ধারণ করবে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:১৪ পিএম

আগামীতে যারাই সরকার গঠন করবে তারা জুলাই আত্মত্যাগকে ধারণ করবে

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা জুলাই আন্দোলন এবং গ্রাফিতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আর কখনো ফিরে আসবে না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না।

পরবর্তীতে যারাই সরকার গঠন করবে, তারা এই আত্মত্যাগকে বুকে ধারণ করবে। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত গ্রাফিতি 'জুলাই বীরত্ব' ও 'জুলাই আত্মত্যাগ' ম্যুরাল উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আগামীতে একটি নির্বাচিত সরকার এলেও এই গ্রাফিতি থাকবে না এমন কোনো কারণ নেই। আপনাদের মনে কখনো এই বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না।" তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতসহ শরীয়তপুর ও মুন্সীগঞ্জের উচ্চপদস্থ কর্মকর্তারা।