সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৪:০৯ পিএম
গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর গত ৩৮ দিনে ৩,৫৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৫৬ শতাংশ, অর্থাৎ ১,৯৮৪ জন উত্তর গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, মধ্য ও দক্ষিণ গাজায় ১,৫৫৮ জন (৪৪ শতাংশ) নিহত হয়েছেন। উল্লেখ্য, এই মধ্য ও দক্ষিণ অঞ্চলকেই ইসরায়েল 'নিরাপদ মানবিক এলাকা' হিসেবে ঘোষণা করেছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ভৌগোলিক মৃত্যুর পরিসংখ্যান প্রমাণ করে যে ইসরায়েলি বাহিনী বিশেষভাবে গাজার উত্তরাংশকে লক্ষ্য করে বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার চেষ্টা করছে। এছাড়া, তথাকথিত 'নিরাপদ এলাকায়' হামলা চালিয়ে ইসরায়েল বেসামরিক নাগরিক ও আশ্রয়কেন্দ্রগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করেছে বলে অভিযোগ করা হয়েছে।
গাজা মিডিয়া অফিস এই হামলাগুলোকে 'গণহত্যার একটি নিয়মতান্ত্রিক নীতি'র অংশ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, এই কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন, জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের প্রস্তাবগুলোর সরাসরি লঙ্ঘন। মিডিয়া অফিস আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি যুদ্ধাপরাধ বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দায়ী ইসরায়েলি নেতাদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে।