শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

তারেক রহমানের সিদ্ধান্ত, প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে : এ্যানি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৩:৫১ পিএম

তারেক রহমানের সিদ্ধান্ত, প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে : এ্যানি

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। তিনি বলেন, এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত।

শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে এ্যানি বলেন, রামগঞ্জে এখন আর কোনো বিভেদ নেই, সবাই এক ছায়াতলে মিলিত হয়েছে।

তিনি এই ঐক্যের জন্য জেলা বিএনপির নেতৃত্ব এবং রামগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রশংসা করেন। তিনি আরও বলেন, এই ঐক্য বিএনপির আসন্ন রাজনৈতিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এবং রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।