শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

আগামী নির্বাচনে বিএনপিই ক্ষমতায় যাবে দুলু

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৪:৪৭ পিএম

আগামী নির্বাচনে বিএনপিই ক্ষমতায় যাবে দুলু

ছবি - সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। তিনি বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি গতিশীল হবে।

এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যই দলের শক্তি বাড়াবে এবং আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করবে। তিনি বিশ্বাস করেন, কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয়কে থামাতে পারবে না।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া হক, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলমসহ অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এই সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।