শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দেবে সৌদি আরব

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৪:০৫ পিএম

ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দেবে সৌদি আরব

ছবি - সংগৃহীত

সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, যদি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, তাহলে সৌদি আরব তাদের পাশে থাকবে। জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

খাজা মুহাম্মদ আসিফ জোর দিয়ে বলেন, "যদি পাকিস্তান বা সৌদি আরবের ওপর যেকোনো দিক থেকে আক্রমণ হয়, তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং আমরা একসঙ্গে এর জবাব দেব।" দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পটভূমিতে তার এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

বিশেষত, গত মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত 'অপারেশন সিঁদুর' নামে পাল্টা সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে।এই সপ্তাহের শুরুতে রিয়াদে স্বাক্ষরিত চুক্তিটির আনুষ্ঠানিক নাম 'কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি'।

এই চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশ যৌথভাবে প্রতিরক্ষা ব্যবস্থা নেবে। এর মধ্য দিয়ে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সম্পর্ক আরও শক্তিশালী হলো।অন্যদিকে, এই চুক্তির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,

ভারত এই চুক্তির খবর সম্পর্কে অবগত ছিল এবং এটিকে দুই দেশের মধ্যে একটি দীর্ঘদিনের ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ হিসেবে দেখছে। তিনি আরও বলেন, ভারত তার জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব পর্যবেক্ষণ করবে।