শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৫৬ এএম

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত

ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৭৪ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪৬ জন আহত হয়েছেন, যা ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যাকে ১ লাখ ৬৬ হাজার ৭১ জনে পৌঁছে দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক হতাহত ব্যক্তি এখনো ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে আরও একজন ফিলিস্তিনি নিহত এবং ১৭ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা নিতে গিয়ে মোট ২ হাজার ৫১৪ জন নিহত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে শিশুসহ আরও চারজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার ও দুর্ভিক্ষ-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যার মধ্যে ১৪৭টি শিশু।

চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যার ফলে সেখানকার ২৪ লাখ বাসিন্দা দুর্ভিক্ষের মুখে পড়েছে।

খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ছড়িয়ে পড়বে। আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত অনাহারে মোট ১৬২ জন মারা গেছেন, যার মধ্যে ৩২টি শিশু।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বেশ কয়েকবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।