শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

৫৪ বছরের জঞ্জাল দেড় বছরে পরিষ্কার করা সম্ভব নয়: স্বাস্থ্য উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:১৪ পিএম

৫৪ বছরের জঞ্জাল দেড় বছরে পরিষ্কার করা সম্ভব নয়: স্বাস্থ্য উপদেষ্টা

ছবি - সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ৫৪ বছরের জঞ্জাল এক থেকে দেড় বছরে পরিষ্কার করা সম্ভব নয়। তিনি বলেন, স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও স্বচ্ছতার অভাব রয়েছে, যা এই খাতের উন্নয়নে প্রধান বাধা। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, কোনো কাজ করতে হলে রাজনৈতিক প্রতিশ্রুতি (পলিটিক্যাল কমিটমেন্ট) অপরিহার্য। তিনি কোভিড মহামারির উদাহরণ দিয়ে বলেন, ভারত নিজস্ব সক্ষমতা ব্যবহার করে মহামারি মোকাবিলা করলেও বাংলাদেশ টাকা দিয়েও শুরুতে ভ্যাকসিন পায়নি।

তিনি আরও বলেন, দেশের শস্য থেকে শুরু করে সবকিছুতেই ভেজাল রয়েছে, আর স্বাস্থ্য খাতে সমস্যা তো সীমাহীন। শতভাগ দুর্নীতি ও স্বচ্ছতা না থাকলে কোনো কাজে সফলতা পাওয়া কঠিন।

সভায় তিনি বলেন, স্বাস্থ্য বিষয়ক যেকোনো গবেষণার আগে তার উদ্দেশ্য ও মানুষের জীবনে এর প্রভাব কতটা তা নির্দিষ্ট করতে হবে। তিনি গবেষণাগুলোকে মানুষ, পশুপাখি এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পরিচালনা করার ওপর জোর দেন। এ সময় নারী ও স্বাস্থ্যকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি।

বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডা. নাজমুল হোসেন বলেন, বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ হলেও গবেষণায় অনেক ছোট দেশের চেয়ে পিছিয়ে।

তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসায় পশ্চিমা বিশ্বের গবেষণালব্ধ ফল ব্যবহার করা হয়, যা ৮০ কেজি ওজনের মানুষের ওপর ভিত্তি করে করা হয়, অথচ বাংলাদেশের মানুষের গড় ওজন ৫৫ কেজি। তাই নিজস্ব জনগোষ্ঠীর জন্য উপযুক্ত গবেষণা হওয়া প্রয়োজন।