শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

সাগরে ফের লঘুচাপ সৃষ্টির আভাস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৩৫ এএম

সাগরে ফের লঘুচাপ সৃষ্টির আভাস

ছবি - সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, উত্তর বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় আবারও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এই লঘুচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্তও বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় হলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, দেশের কোনো কোনো স্থানে ভারি বর্ষণও হতে পারে। তবে এই সময়ে দেশের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।