শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে ঢাকাসহ ৫ বিভাগে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:২৪ পিএম

রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে ঢাকাসহ ৫ বিভাগে

ছবি - সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, দেশের আটটি বিভাগের মধ্যে রোববার (২১ সেপ্টেম্বর) থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই সময় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমে যাওয়ায় দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, যার ফলে বৃষ্টিহীন অঞ্চলে তাপমাত্রা বেড়েছে। গতকাল শুক্রবার খুলনা, বরিশাল ও সিলেট প্রায় বৃষ্টিহীন ছিল, আর ঢাকা বিভাগে হয়েছে হালকা বৃষ্টি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘বর্ষা বিদায় নেবে কিছুদিন পর। এ সপ্তাহের শেষের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে বৃষ্টি বাড়তে পারে। এছাড়া আগামী রোব ও সোমবার ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।’

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ (শনিবার) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।