শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

নির্বাচনি জোট গঠনে জামায়াতের টার্গেট যেসব দল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:০৯ পিএম

নির্বাচনি জোট গঠনে জামায়াতের টার্গেট যেসব দল

ছবি - সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। নির্বাচন পদ্ধতি পরিবর্তন এবং জুলাই ও সংস্কার সনদসহ বিভিন্ন ইস্যুতে দলটি ইতোমধ্যে মাঠে নেমেছে। একইসঙ্গে, আগামীতে ইসলামী ও সমমনা কিছু দলের সঙ্গে নির্বাচনি জোট গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

জানা গেছে, জামায়াত প্রাথমিকভাবে সব আসনে নিজেদের প্রার্থী দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছে। এর পাশাপাশি, একটি নির্বাচনি জোট গঠনের লক্ষ্যে ইসলামী দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে। এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জোটের রূপরেখা চূড়ান্ত না হলে।

জুলাই সনদের আইনি ভিত্তি এবং সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তত ৯টি দল জামায়াতের সঙ্গে একমত হয়েছে। এসব দলের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি।

এছাড়া ইসলামী ঐক্যজোট, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ এবং আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ আরও কিছু দলের সঙ্গেও নির্বাচনি সমঝোতার প্রত্যাশা করছে জামায়াত।সম্প্রতি জুলাই সনদের আইনি ভিত্তি ও পাঁচ থেকে সাত দফা দাবিতে জামায়াতসহ সাতটি দল নিজস্ব অবস্থান থেকে অভিন্ন কর্মসূচি পালন করেছে।

এ লক্ষ্যে গত বৃহস্পতিবার ঢাকায় এবং শুক্রবার বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সব দলের নেতারা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। যদিও জামায়াত ও ইসলামী আন্দোলন ছাড়া বাকি দলগুলো এখনো নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

তবে ডাকসু ও জাকুস নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদের বিজয় এবং ছাত্রদলের ভরাডুবি আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট গঠনের বিষয়ে সমমনা দলগুলোর মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে বলে জানা গেছে।