শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

রাকসু নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করলো ছাত্রশিবির

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৩:৩১ পিএম

রাকসু নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করলো ছাত্রশিবির

ছবি - সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ইসলামি ছাত্রশিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

তাদের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আবাসন সংকট নিরসন, মানসম্মত খাবারের নিশ্চয়তা এবং শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া ইশতেহারে প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন, চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।ইশতেহারে সাতটি বিষয়কে 'হ্যাঁ' এবং সাতটি বিষয়কে 'না' বলে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে।

'হ্যাঁ' বলা বিষয়গুলোর মধ্যে রয়েছে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস, এবং সকল অংশীজনের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি। অন্যদিকে, 'না' বলা বিষয়গুলোর মধ্যে আছে হল দখল ও সিট-বাণিজ্য, শারীরিক নির্যাতন, মাদক ও ছিনতাই, এবং ধর্মবিদ্বেষ।

প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, তারা যেই ইশতেহার দিয়েছে তা বাস্তবসম্মত এবং বিজয়ী হলে প্রতি মাসে দুটি করে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এবং এর জবাবদিহিতার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন।