শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

চাপের মুখে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে এগোচ্ছে : মোয়াজ্জেম হোসেন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৩২ এএম

চাপের মুখে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে এগোচ্ছে : মোয়াজ্জেম হোসেন

ছবি - সংগৃহীত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন যে, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ায় দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা যাচ্ছে না। তিনি বলেন, ‘কোনো কিছুর চাপের মুখে সরকার এক শুভঙ্করের ফাঁকির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের এই আন্দোলন রাজনীতিরই একটি অংশ।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর সাহেববাজার বড় মসজিদের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে দেশ থেকে চিরতরে ফ্যাসিজমের পথ বন্ধ হবে। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবচেয়ে উপযুক্ত।

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয়, তাহলে আবারও ফ্যাসিবাদী সরকারের জন্ম হবে, আরেকটি হাসিনা সরকারের জন্ম হবে।’

তিনি আরও বলেন, জামায়াত সব সময় একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক, তা-ই চেয়েছে। কিন্তু একটি রাজনৈতিক মহলের প্রভাবে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। তিনি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের দাবি জানান। তিনি বলেন, ৫ আগস্ট ড. ইউনূস জুলাই ঘোষণা পেশ করেছিলেন, কিন্তু একটি মহল জনআকাঙ্ক্ষাবিরোধী অনেক কিছু উপস্থাপন করেছিল। যদি নির্বাচনের আগে তা সংশোধন করা না হয়, তবে দেশ মহাবিপর্যয়ের মধ্যে পড়তে পারে।